প্রকাশিত: Mon, Feb 19, 2024 3:46 PM
আপডেট: Tue, Jul 1, 2025 11:17 PM

[১]দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন: মঈন খান

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা প্রতিবাদ করেছিলাম পাকিস্তানের একনায়কতন্ত্রের বিরুদ্ধে, বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র হতে পারে না। প্রতিবাদ করেছিলাম বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের ২২টি পরিবারের বিরুদ্ধে। এ দেশের মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল তারা, এটা হতে পারে না। আমরা এই জন্যে যুদ্ধ করেছিলাম, এক- বাংলাদেশের গণতন্ত্র থাকবে। দুই- এদেশের দরিদ্র মানুষের অর্থনীতির অধিকার নিশ্চিত থাকবে।

[৩] রোববার জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি।

[৪] ড. মঈন বলেন, ৭ জানুয়ারি আগেই নির্ধারণ করে দেয়া হয়েছিল, কে কোন সিট থেকে জয়ী হবেন। এ দেশে গণতন্ত্র নেই। এটা শুধু আমাদের কথা নয়, বিশ্বের বড় বড় ম্যাগাজিন ও প্রতিষ্ঠান বলেছে, আজকে বাংলাদেশে বাকশাল-২ কায়েম করা হয়েছে।

[৫] বিএনপির এই নেতা বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা আন্দোলনরত আছি। সেই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। বিশ্বের ইতিহাসে অনন্য একটি নাম বাংলাদেশ। যে দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সম্পাদনা : এম খান, কামরুজ্জামান